[Anubad] দেশের নামে সমস্যা

das das at randomink.org
Thu Jul 30 11:09:33 PDT 2009


> ১। Union = প্রশাসনিক অভিধানে এটি সংঘ অথবা রাজ্য/রাষ্ট্র-সংঘ হিসাবে বলা
> হয়েছে। কিন্তু মূল নামে রাজ্য/রাষ্ট্রের উল্লেখ বিনা ঠিকঠাক বসানো যাচ্ছে না
> (উদা: Union of the Comoros)
>
> ২। USSR = এটির একটি বিশেষ নাম আগে ব্যবহৃত হত, কিন্তু আমার একদম মনে পড়ছে না।
> bn.wikipedia ও আরো কয়েকটি জায়গাতে "সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের
> ঐক্য" লেখা রয়েছে। বাকি অনেকে "সোভিয়েত ইউনিয়ান" লিখেছে।  কিন্তু আমার মনে এখনো
> খটকা রয়েছে এটা নিয়ে।
>

আমার যতদূর মনে পড়ছে, USSR থেকে বেরোনো পত্রপত্রিকায় নামটা লেখা হত,
সংযুক্ত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র। কিন্তু খুব নিশ্চিত হতে
পারছি না। 'ইউনাইটেড' বা 'ইউনিয়ন' শব্দের অনুবাদে 'সংযুক্ত' বোধহয় চলতেই
পারে। মানে, সংযুক্ত কমোরোস, ইত্যাদি।



-- 
দাশ das
http://ddts.randomink.org/


More information about the Anubad mailing list