[Anubad] [Fwd: Re: দেশের নামে সমস্যা]

Runa Bhattacharjee runabh at gmail.com
Tue Jul 28 22:27:33 PDT 2009


Forwarding onto the Anubad list as this reply came only to me due to errors in 
the list's configuration.

-------- Original Message --------
Subject: Re: [Anubad] দেশের নামে সমস্যা
Date: Tue, 28 Jul 2009 19:36:18 +0530
From: das <das at randomink.org>
To: Runa Bhattacharjee <runabh at gmail.com>
References: <4A6EEBD1.10100 at gmail.com>

2009/7/28 Runa Bhattacharjee <runabh at gmail.com>:
> কয়েকটি দেশের প্রশাসনিক নাম অনুবাদ করতে গিয়ে কিছু সমস্যায় পড়েছি। এইগুলি আমি
> নীচে লিখে দিচ্ছি। বেশ কিছু দেশ একই প্রশাসনিক অ্যাখ্যা ব্যবহার করে, তাই 'foo'
> লিখে, একটি করে উদাহরণ দিয়েছি। কেউ সাহায্য করতে পারবে কি?
>
> ধন্যবাদ
> রুণা
>
>
> ১. Commonwealth of foo
> উ: Commonwealth of the Bahamas
>
> ২. Union of the foo
> উ:  Union of the Comoros
>
> ৩. Federal Democratic Republic of foo
> উ:  Federal Democratic Republic of Ethiopia
>
> ৪. Federal Republic of foo
> উ:  Federal Republic of Germany
>
> ৫. Democratic Socialist Republic of foo
> উ:  Democratic Socialist Republic of Sri Lanka
>
> ৬. Socialist Republic of foo
> উ:  Socialist Republic of Viet Nam
>
>
> ৭. Principality of foo
> উ:  Pricipality of Monaco
>
>
> ৮. Soviet Socialist Republic of foo
> উ:  Soviet Socialist Republic of Belarus
>
>
> ৯. Kingdom of foo
> উ: Kingdom of Netherlands
>
> ১০. Socialist Republic of the Union of Burma
>
> ১১. Union of Soviet Socialist Republics
>
> ১২. German Democratic Republic (GDR)
>
> ১৩. Federal Republic of Germany (FRG)
>
> ১৪. Socialist Federal Republic of Yugoslavia
>
>

অনেক বছর আগে, একটা পার্টি কংগ্রেস চলাকালীন, বেশ কিছু জিনিস অনুবাদ করতে
গিয়ে আমি এই একই ঝামেলায় পড়েছিলাম। শেষ অব্দি যে সমাধানটায় এসেছিলাম,
সেটা অনুবাদ নয়, বাংলা বর্ণীকরণ, মানে, বাংলা অক্ষরে নামগুলো লিখে দেওয়া।
যেমন সোশালিস্ট ফেডেরাল রিপাবলিক অফ যুগোস্লাভিয়া। জার্মান প্রজাতন্ত্র
কথাটা আমি ব্যবহার হতে দেখেছি, আবার রিপাবলিক অফ জার্মানি হতেও দেখেছি।
প্রজাতন্ত্র ইত্যাদি শব্দগুলো ব্যবহার করার একটা ঝঞ্ঝাট হল এই মূল কোন
ইংরিজি শব্দের অনুবাদ হিসাবে তুই এটা ব্যবহার করছিস, সেটা নিয়ে সন্দেহের
অবকাশ থাকতে পারে, সংজ্ঞা নিয়ে মতদ্বৈধ হতে পারে, ইত্যাদি।


-- 
দাশ das
http://ddts.randomink.org/

-- 
blog: http://runab.livejournal.com
irc: mishti or runa_b on Freenode



More information about the Anubad mailing list